নিস্তব্ধ বৃষ্টির রাত
ঝরে পড়ছে তার আপন দোলায়!
কদম এর গন্ধে চারপাশ ভরপুর
কনকনে ঠান্ডা বাতাস মিশে যাচ্ছে শরীরের সাথে,
পরশে পরশে দোল খাচ্ছে দু’শ ছিয়াশি গ্রামের হৃৎপিন্ডটা
একাকিত্বতায় সে নিজেকে হারিয়ে ফেলছে
রঙটুকু ধুয়ে গেছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড নিঃসৃত পানি দ্বারা
তবে বজায় রেখেছে বহির্দুনিয়ায় সুখের অভিনয় করা!
তার দু’শ ছিয়াশি গ্রামের হৃৎপিন্ডটা আজ ক্লান্ত
তবুও করে যাচ্ছে অবিরাম সংকোচন-প্রসারণ
কারণ,সে জানে তো
একদিন ঘুচে তো দিবে কেউ অভিনয় করাটা!
অভিনয়
Mohammad Sakib
২৪.০৯.২০২০
0 Comments