কখনো কী ভেবেছ একলা আমায় নিয়ে
চাঁদনী রাতে জানালার পাশে পাশে বসে
কিংবা ব্যস্ততার মাঝে ঠুনকো সময়ে!
কখনো কি ভেবেছ এই অজ মানুষটাকে নিয়ে?
ভাবো নি,সময় হয়ে উঠেনি?
তবুও কি রেখেছিলে আমায় মনে?
হয়তো তোমার অস্তিত্বে ছিলামই না আমি।
থাকব না একদিন,
বলব না কবিতা,লিখব না মনের কথা
করবেটা কি তখন?
মনে পড়বে কি আমায়!
আজ হাজার অনুভূতি প্রকাশ করেও আমি বিলীন
নেই তোমার মনের মাঝে
কারণ অস্তিত্ব আমার অদৃশ্যতার দেয়ালে!
অদৃশ্য অস্তিত্ব
0 Comments