আমার লাশটা পাওয়ার পর টাঙিয়ে দিও গোল চত্বরে
আর বলে দিও
সালা বেঈমান, সহ্য করতে পারে না!
বলে দিও তোমাদের অভিযোগ আর ভাবনা
শত কষ্ট সহ্য করা দেহটার পাশে
আমি নাহয় চুপ থেকেই শুনে যাবো!
ঝুলন্ত দেহটার পাশে এসে ছুড়ে দিও থুথু আর মাটি
আর বলে দিও,
সালা কাপুরুষ
পারলে কয়েকটা মুখরোচক গালিও দিয়ে দিও
শুধু দেহ অন্তরের কষ্ট টা বুঝতে চেষ্টা করিও না।
যে কষ্ট দেহটা পেয়েছে তা যেন না পাও কেউ
কষ্টগুলো থাকুক নোটটার আড়ালে
ডায়েরী পেয়ে কেদো না
ভেবে নিও মুক্তিতেই সুখে আছি!
মুক্তি
২০.১২.২০২০
Mohammad Sakib
0 Comments